প্রাসঙ্গিক কথা

সবুজ বাংলাদেশের তিলত্তমা নগরী ঢাকা শহরে সমবায় এক টুকরো মাথা খোজার ঠায় পেতে চায়, সবাই চায় কোলাহল মুক্ত আধুনিক সুবিধা সম্বলিত পরিকল্পিত আবাসন প্রকল্পে বিনিয়োগ, যাতে করে পরবর্তী প্রজন্ম নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে।

যারা জীবনের সীমিত সঞ্চয়ে গড়ে তুলতে চান সুখের ঠিকানা এবং নিরাপদ বিনিয়োগ তাদের জন্য সর্বোত্তম বিনিয়োগ “সবুজ ধারা সিটি”।

ঢাকার আমিন বাজার ব্রিজ থেকে ১ কিঃ মিঃ দূরে ঢাকা-আরিচা ৩০০ ফিট মহাসড়ক সংলগ্ন ভাকুর্তা ইউনিয়নে সবুজ ধারা প্রপার্টিজ লিঃ বাস্তবায়ন করতে যাচ্ছে পরিকল্পিত ও পরিবেশ বান্ধব আধুনিক নগরী “সবুজ ধারা সিটি” ।

“সবুজ ধারা সিটি” তে এককালীন মূল্য পরিশোধ সাপেক্ষে অথবা স্বল্প মেয়াদি কিস্তিতে সাফকবলা মূলে রেজিষ্ট্রি করে প্লট বুঝে নেওয়ার শর্তে কষ্টার্জিত অর্থের সঠিক ও সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করুন।

 

সবুজ ধারা সিটি সম্পর্কিত তথ্য :

  • ৩০০ ফিট ঢাকা-আরিচা মহাসড়কের পাশে
  • প্রস্তাবিত ১৭০, ১৩০,৬০, ৪০, ৩০ ফিট রোড সংলগ্ন
    আমিন বাজার ব্রিজ থেকে ১ কিলোমিটার দূরবর্তী
  • ভাকুর্তা মৌজা
  • ভাকুর্তা, আমিন বাজার, সাভার, ঢাকা।

সবুজ ধারা সিটি সম্পর্কিত তথ্য

  • রেডি প্লট, এখনই স্থাপনা করার উপযোগী
  • ঢাকার সংলগ্ন পরিকল্পিত প্রস্তাবিত আধুনিক নগরী
  • এককালীন মূল্য পরিশোধে অথবা স্বল্প মেয়াদি কিস্তিতে সাফকবলা মূলে রেজিষ্ট্রি
    কমার্শিয়াল প্লট, রেসিডেন্সিয়াল প্লট
  • বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, লেক, বিনোদন কেন্দ্র, এ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স এর জন্য প্লট বরাদ্দ থাকছে এই প্রজেক্টে।

কেন আপনি “সবুজ ধারা সিটি’তে” বিনিয়োগ করবেন?

  • এই প্রজেক্টটি কানাডা-বাংলাদেশ যৌথ টেকনোলজিতে নির্মাণ হচ্ছে।
  • প্রকল্প এলাকাটি বন্যামুক্ত, সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত।
  • প্রকল্পটি যানজট ও দূষণমুক্ত নির্মল পরিবেশে অবস্থিত।
  • সবুজ ধারা সিটি প্রকল্পটি জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি ৩০০ ফুট ঢাকা-আরিচা মহাসড়ক এবং ৬০ ফুট রোড সংলগ্ন এবং প্রস্তাবিত ১৭০ ফুট সড়ক দ্বারা সংযুক্ত।
  • প্রজেক্টের অভ্যন্তরে ৬০ ফুট, ৪০ ফুট, ৩০ ফুট ।
  • জাতীয় সংসদ ভবন এলাকার খুব কাছাকাছি হওয়ায় প্রকল্পটির সাথে গুরুত্বপূর্ণ অফিস, হাসপাতাল, মার্কেট, কাঁচাবাজার সহ বাংলাদেশের প্রায় সকল বিভাগের সাথে যোগাযোগ খুবই সহজ।
  • প্রকল্পে থাকছে দৃষ্টি নন্দন লেক, ওয়াকওয়ে, ঝর্ণা, ব্রীজ, পার্ক, বিনোদন কেন্দ্র।
  • এককালীন ও স্বল্প মেয়াদি কিস্তিতে মূল্য পরিশোধে সাফকবলা মূলে জমি রেজিষ্ট্রি।
  • প্রকল্পে রয়েছে ৩, ৫, ৮, ১০ কাঠার প্লট।
  • প্রকল্পের ভিতরে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, লেক, বিনোদন কেন্দ্র, পার্ক, এ্যাপার্টমেন্ট, ডুপ্লেক্স, ট্রিপলেক্স সবই থাকছে এই প্রজেক্টে।

“সবুজ ধারা সিটি’তে” – প্লট বরাদ্দের নীতিমালা

১। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ নেয়া হবে।
২। একাধিক ব্যক্তি যৌথ নামে প্লট বুকিং দিতে পারবে।
৩। ১ম পক্ষ ও ২য় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, প্লট গ্রহীতা মাসিক ধার্যকৃত কিস্তির টাকা পরিশোধ করবেন।
৪। সমুদয় লেনদেন সবুজ ধারা প্রপার্টিজ লিঃ এর অনুকূলে এককালীন/নগদ/চেক/ডিডি/পে-অর্ডার এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
৫। বিদেশে অবস্থানরত প্রবাসী ক্রেতাগণ সমপরিমাণ টাকা বৈদেশিক মুদ্রায় টিটি বা ব্যাংক ড্রাফটটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। উক্ত বৈদেশিক মুদ্রা প্রাপ্তিকালে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিময় হারে টাকায় রূপান্তর করা হবে।
৬। কিস্তির অর্থ পরিশোধের ক্ষেত্রে ৯০ দিন পর্যন্ত অপরিশোধিত অর্থের উপর ৫% হারে বিলম্ব ফি প্রদান সাপেক্ষে কিস্তি পরিশোধ করা যাবে। ৯০ দিনের মধ্যে কিস্তির অর্থ পরিশোধ ব্যর্থ হলে সে ক্ষেত্রে ১ম পক্ষ নোটিশের মাধ্যমে বরাদ্দকৃত প্লট বাতিল করার সকল ক্ষমতা সংরক্ষণ করেন।
৭। গ্রাহককে প্রদত্ত চুক্তিনামার অধীনে যাবতীয় শর্তাবলী এবং পক্ষদ্বয়ের পাস্পরিক দায় দায়িত্ব ২য় পক্ষের অবর্তমানে তার নমিনীর ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে।
৮। প্রকল্পের পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির সরবরাহ ১ম পক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাসমূহের সহযোগিতায় ব্যবস্থা করা হবে। এতদসংক্রান্ত যাবতীয় খরচ প্লট গ্রহীতাকে বহন করতে হবে। প্রকল্পের খরচ অনুযায়ী তা নির্ধারণ করা হবে।
৯। প্রকল্পে মাটি ভরাট বাবদ খরচ ক্রেতা বহন করবে। বরাদ্দকৃত জমি থেকে ২৫% জমি প্লটের রাস্তার জন্য বরাদ্দ রেখে বাকী ৭৫% জমি প্লট গ্রহীতাকে সবুজ ধারা সিটি বুঝিয়ে দিবেন।
১০। প্রকল্পের স্বার্থে অথবা অনিবার্য কারণবশত প্রকল্পের ডিজাইন এবং লে-আউটের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা ১ম পক্ষ (কোম্পানী) সংরক্ষণ করে।
১১। প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক কারণে প্রকল্পের বাস্তবায়নে কোনরুপ বিলম্ব হলে, তা গ্রহীতার সাথে আলোচনা সাপেক্ষে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
১২। কোন প্লট গ্রহীতা বুকিং পরবর্তী প্লটের কিস্তি প্রদানে অসামর্থ্য/অসম্মত হলে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে জমাকৃত টাকা দ্বিতীয় পক্ষকে, প্রথম পক্ষ বুকিং মানি কর্তন করে বাকী অর্থ ৪ (চার) কিস্তিতে প্রদান করবেন। তবে বিক্রয়ের সময় কোন বিশেষ প্রমোশন থাকলে বা গিফ্ট প্রদান করা হলে তার অর্থও প্রদানকৃত অর্থের সাথে সমন্বয় করে কর্তন করা হবে।
১৩। সবুজ ধারা -সিটিতে ২য় পক্ষ যদি মালিকানা সংক্রান্ত পরিবর্তন বা পরিবর্ধন করতে চায় তাহলে ২য় পক্ষ ১ম পক্ষকে কাঠা প্রতি ১৫,০০০/- (পনের হাজার) টাকা পরিবর্তন ফি এবং ২য় পক্ষ যদি প্রকল্প পরিবর্তন করতে চায় তাহলে ২য় পক্ষ ১ম পক্ষকে কাঠা প্রতি ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা প্রকল্প পরিবর্তন ফি প্রদান করবেন।
১৪। যদি কোন ক্রেতা প্লট বুকিং এর ০১ (এক) থেকে ০৩ (তিন) বছরের মদ্যে প্লট বাতিল করতে চান, তাহলে প্লট বাতিলের আবেদন মঞ্জুর করে গ্রহীতার প্রাপ্য টাকা ১ম পক্ষ নিয়ম অনুযায়ী ০৩ (তিন) বছর পরে ফেরৎ দিতে বাধ্য থাকবেন।
১৫। ২য় পক্ষ কর্তৃক প্লটের সম্পূর্ণ মূল্য ও রেজিষ্ট্রি খরচ পরিশোধ সাপেক্ষে সীমানা নির্ধারণপূর্বক ক্রেতার অনুকূলে বা তার মনোনীত ব্যক্তি বরাবরে রেজিষ্ট্রিকৃত দলিলের মাধ্যমে প্লট হস্তান্তর করা হবে।

Location MAP

Master Plan

Present Situation of the Project

Housing Fair & Project Preview

Video

Price List

Google Map